সফলতা কেউ আপনাকে ঘরে এনে দিয়ে যাবেনা। যেমনি দিয়ে যাবেনা আপনাকে উপরে উঠার কোন দিকেই ছাড়। আপনাকে আপনার কাজের উপর বিশ্বাস রেখেই এগিয়ে যেতে হবে। আপনাকে আপনার কাজের উপরে ভর দিয়েই অন্যকে পিছনে ফেলতে হবে।
আপনাকে যুদ্ধ করতে হবে ৩ জনের সাথেঃ
এক- নিজের সাথে
দুই- নিজের সাথে
তিন- নিজের সাথে
আপনাকে পিছনে ফেলতে হবে ৩ জনকেঃ
এক- নিজের বদ অভ্যাস
দুই- চারিপাশের কথাকে
তিন- নিজের অলসতাকে।
এই কাজ করতে পারলে ধরেনিন আপনার সফলতা নিশ্চিত। এবার গল্প করতে পারেন সবার সাথে।
